মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি
নলছিটিতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার চায়না মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় ৩-১ গোলে ভরতকাঠী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। বিজয়ী দল জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহন করার করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, পৌর মেয়র আ: ওয়াহেদ খান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা, জাকির হোসেন প্রমূখ।
ফাইনাল খেলা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com