মিলন কান্তি দাস, নলছিটির, ঝালকাঠিঃ
নলছিটিতে পঙ্কজ শীল হত্যা মামলার ২ আসামিকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
জানা গেছে নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ এলাকার খাল থেকে গত ১২ জুন পঙ্কজ চন্দ্র শীলের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নলছিটি থানায় গত ১৩ জুন নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১২/৯০।
মামলা রুজু হওয়ার পর থেকেই হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে মাঠে নামে নলছিটি থানা পুলিশ।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান জানান গোপন ভিত্তিতে গতকাল ঘটনার সাথে জড়িত কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ গ্রামের বিশ্বজিত শীল (২২) পিতাঃ রতন কুমার শীল,শুভ শীল (২০) পিতাঃ স্বপন চন্দ্র শীলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক বিশ্বজিত এবং শুভকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com