মিলন কান্তি দাসঃ
নলছিটিতে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার শাহজাহান হাওলাদার (৬৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।২৫ জুন বৃহস্পতিবার সকাল তিনি টিএন্ডটি সড়কের বাসায় অসুস্থ হয়ে পড়লে ৮ টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হসপিটাল নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে "শাবাব" ফাউন্ডেশন'র নলছিটি শাখার মুফতি যায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানীর নেতৃত্বে ১৩ সদস্যের সেচ্ছাসেবী দল কবর খনন জানাজা ও দাফন কাজে অংশ নেন। সেনাবাহিনীর একটি দল অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শাহজাহান হাওলাদারকে গার্ড অফ অনার জানানো শেষে পৌরসভার মল্লিকপুর গোরস্থানে দাফন করা হয়েছে।শাবাব ফাউন্ডেশনের এটি ১১তম মানবিক দাফন। এই মানবিক কাজের জন্য ইতিমধ্যেই শাবাব ফাউন্ডেশন সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com