মিলন কান্তি দাসঃ
নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে রায়হান জোমাদ্দার (২০) নামে এক যুবক নিজ ঘরে আত্মহত্যা করেছে।১৪ জুলাই মঙ্গলবার সকালে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব কামদেবপুর গ্রামের জাকির হোসেন জোমাদ্দার'র ছেলে রায়হান'র মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে থানয় নিয়ে আসে।মৃত রায়হান'র বাবা জানান ছেলের সাথে স্ত্রীর বনিবনা হচ্ছিল না। তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। ১৩ জুলাই সোমবার রাতেও টিভি দেখা নিয়ে রায়হানের সাথে স্ত্রী মীম আক্তারের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। সকালে রুমের মধ্যে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।রায়হানের ভাই রবিউল ইসলাম হৃদয়ের অভিযোগ, তার ভাবী মীম আক্তার বরিশাল শহরের বটতলা এলাকার বাসিন্দা আশিকের স্ত্রী থাকার সময় বড় ভাই রায়হানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আশিককে তালাক দেন। এরপর তার ভাইকে বিয়ে করেন। সংসার করলেও সে সাবেক স্বামী আশিকের সাথে যোগাযোগ রক্ষা করতেন। তাদের অভিযোগ রায়হানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ শাখাওয়াত হোসেন পিপিএম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এব্যাপারে একটা ইউডি মামলা হয়েছে। তিনি বলেন ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com