মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠিঃ
বৈশাখের প্রচণ্ড তাপদাহ,খরা ও অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নলছিটিতে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।
২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ধর্মপ্রাণ শতশত মানুষ বৃষ্টির জন্য এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও তাপদহের হাত থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ এই মোনাজাত পরিচালনা করেন নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও থানা জামে মসজিদ'র ইমাম মাওলানা মোহম্মদ বাহাউদ্দীন।
নামাজে অংশ নিতে আসা মুসুল্লিলা জানান বৈশাখের অর্ধেক দিন চলে গেলেও বৃষ্টি না নামায় ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে । এই কষ্ট ও দুর্ভোগ থেকে রক্ষা পেতে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com