মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি, কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ মেনে চলতে গিয়ে কর্মহীন হয়ে পরা ৫০ টি পাটিকর পরিবারের কাছে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
১২ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মোল্লারহাট ইউনিয়নের শীতলপাটি শিল্প ফাউন্ডেশনের ৫০টি কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী ও মোল্লারহাট ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শফিকুল ইসলাম ইলিয়াস উপস্থিত ছিলেন।
ইউএনও রুম্পা সিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর করোনা কালীন মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে। যারা করোনা ও লকডাউনের ফলে কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com