মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি:
নলছিটিতে পক্ষগনের যোগসাজশে ভুয়া দলিল রেজিস্ট্রি করায় দলিল লেখক মিজানুর রহমান(সনদ নং-১০১) ও দলিল লেখক মো. আসলাম'র (সনদ নং-৭০) সনদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। ঝালকাঠির জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল বারী স্বাক্ষর করা সনদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা আগামী দশ কার্য দিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
জানা গেছে দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে পক্ষগনের সাথে যোগসাজশে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নং শর্ত অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিষ্ট্রি সম্পাদন করেন। ওই বছরের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগনের যোগসাজশে আরো দুটি ভুয়া দলিল রেজিষ্ট্রি করেন দলিল লেখক মো. মিজানুর রহমান।ণ
এছাড়া আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিষ্ট্রি করেন যার ভিতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানুসিক ও বাক প্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিন কে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে আগামী দশ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নলছিটির সাব রেজিষ্ট্রার মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com