মিলন কান্তি দাসঃ
নলছিটিতে "করোনা" উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে দলিল লেখক সমিতির উপদেষ্টা মোহম্মদ শাহজাহান হাওলাদার (৬০)(ইন্না-------- রিজিউন)।
তিনি গতকাল ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মেরহার গ্রামের নলছিটির দলিল লেখক শাহজাহান মাঝি (৬০)'র গোসল,জানাজা ও দাফন কাজে মুফতি হানযালা নোমানীর নেতৃত্বে অংশ নেন "শাবাব" ফাউন্ডেশন'র ৯ জন মানবিক সদস্যের একটি দল। এই মানবিক দলের সাথে ছিলেন মগড়ের কাঠীপাড়ার পীর সাহেব হযরত মাওলানা সেকেন্দার আলী সিদ্দিকী। এটি "শাবাব" নলছিটি শাখার ১২তম দাফন কাজ।তার মৃত্যুতে নলছিটি দলিল লেখক সমতিসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com