মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠিঃ
নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৬ এপ্রিল বুধবার বিকেলে ৩টায় পৌর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার'র সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা। বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম খান,মৎস্য সমিতির সভাপতি সচীন্দ্র নাথ মালো, সাংবাদিক এইচ এম সিজার প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর
মামুন মাহমুদ, শহিদুল ইসলাম টিটু, আবদুল্লাহ আল মামুন লাভলু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন্নাহার বেগম ও দিলরুবা বেগমসহ প্রিন্টওইলেকট্রনিক্সমিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় উপজেলার অর্ধশতাধিক জেলে অংশগ্রহন করেন। বক্তারা ইলিশ সম্পদ উন্নয়নে সবার সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। এবং সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময়ে জেলেদেরকে ইলিশ ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com