ঝালকাঠী প্রতিনিধি : সমাজের অসহায় মানুষের আশ্রয়স্থল সততা ও আস্থার প্রতীক গরীব এবং সুবিধা বঞ্চিত মানুষের আশা আকাঙ্খার প্রিয় মুখ নলছিটি উপজেলা আওয়ামী লীগ নেতা ঝালকাঠীর বিশিষ্ট সমাজসেবক ও নবিন সাংবাদিক মোঃ আমির সোহেল মল্লিক। একজন মানুষ কতটা উদার মানবিক ও মহত হতে পারে এটি তাঁর মানবসেবা দেখলে বোজা যায়।
দেশের করোনা পরিস্থিতিতে আজ শনিবার দুপুরে তার নিজ এলকা নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে দিত্বিয় বারের মত জনগণের পাশে থেকে তার সাধ্যমত সন্মানিত মুক্তিযোদ্ধাসহ গরিব দুঃখী ও অসহায় শতধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন । তিনি দির্ঘদিন যাবৎ এলকায় সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা করে যাচ্ছেন। শুধু তার নিজ এলকা নয় জেলাজুড়ে তার সমাজসেবা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠির বিশিষ্ট সমাজসেবক নলছিটি উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আমির সোহেল মল্লিক বলেন, আমার নিজ ব্যাক্তিগত অর্থে গরিব দুঃখী ও অসহায়,দিনমজুর ও অস্বচ্ছলদের মাঝে নগদ টাকাসহ খাদ্য সহায়তা প্রদান করছি । দেশের করোনা পরিস্থিতি সাবাভিক না হওয়া পর্যন্ত আমার সাধ্যমত সহায়তা অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com