নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য অধিদপ্তরের জোনিং তালিকায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জোনিং করার ১ সপ্তাহ পর প্রথম ধাপে মঙ্গলবার থেকে পরীক্ষামূলক ভাবে দুটি ওয়ার্ডে লকডাউন করার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লকডাউন হচ্ছে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড। এই দুটি ওয়ার্ডে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণার মাইকিং করা হয়েছে সোমবার।
এছাড়াও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয় ওই দুটি ওয়ার্ডে।
নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু জানান, তার ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগীতায় ২ শতাধিক স্বেচ্ছাসেবক ২১ দিনের লকডাউন কার্যকরে সচেষ্ট থাকবে।অপরদিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানান, ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন কার্যকরে ৭ সদস্যের কমিটি গঠন করেছেন তারা।
তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।এর আগে গত ১৮ জুন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সাথে ভার্চুয়াল বৈঠক করে প্রাথমিকভাবে ওই দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।বরিশাল জেলা ও মহানগরীতে এ পর্যন্ত ১ হাজার ২শ’ ২২ জনের করোন শনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল নগরীতে রয়েছে ৯২৭ জন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com