নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর ধান গবেষণা রোড সালাম হাউজিং এলাকায় যৌতুকের দাবিতে রিমা বেগম (২৩) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত দশটায় ধান গবেষণা রোড সালাম হাউজিং এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসে এই হামলার ঘটনা ঘটে। আহত গৃহবধূ রিমা বরিশাল দশ ব্যাটালিয়নের কর্মরত পুলিশ কনস্টেবল কাজলের স্ত্রী। পরে আহত রিমার ভাইরা মারধরের সংবাদ শুনে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সুত্র জানা গেছে বাবুগঞ্জ এলাকার বাহেরর চর গ্রামের বাবুল মৃর্ধার মেয়ে রিমার সাথে পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিমানবন্দর থানা দিন রামপট্টি গ্রামের পুলিশের কর্মরত কনস্টেবল কাজলের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে তিন বছর একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পুলিশ কনস্টেবল কাজল স্ত্রী রিমা বেগমকে যৌতুকের জন্য চাপ প্রোয়োগ করে এবং একাধিক বার মারধর করে। এর প্রেক্ষিতে রিমার বাবা বাবুল মৃধা জামাই কাজলকে বিভিন্ন সময় এক লক্ষ টাকা যৌতুক হিসেবে দেয়। হঠাৎ করে পুনরায় শুক্রবার রাতে যৌতুকের জন্য রিমার সাথে ঝগড়া বিবাদ শুরু করে কাজল। এরই ধারাবাহিকতায় রাত দশটার দিকে রিমাকে ঘরের মধ্যে আটকে এলোপাতাড়ি মারধর শুরু করে কাজল। পরে আহতর ভাইয়েরা সংবাদ পেয়ে রাত সাড়ে দশটার দিকে রিমাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে। বর্তমানে আহত রিমা শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com