নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীতে চাঁদা না পেয়ে বাউন্ডরী দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে দুই চাঁদাবাজ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নগরীর উত্তর সাগরদী এলাকার ২৩ নং ওয়ার্ডের সিএন্ডবি ১ নং পোল সংলগ্ন স্থানে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। ওই এলাকার মৃত মোদাচ্ছের হোসেনের ছেলে মুজিবুর রহমান ২৪৯৪ দাগের ৫ নং খতিয়ানে ৪.১৭ শতাংশ জমি ক্রয় করেন। পরে জমির নকশা অনুযায়ী ক্রয়কৃত জমির চারপাশে বান্ডরী দেয়াল নির্মান করে দেন। সোমবার (২২জুন ) দশটার দিকে একই এলাকার চাঁদাবাজ মৃত খলিলুর রহমানের পুত্র জিয়াউর রহমান রুমি (৫৫), মৃত মাহাবুবুর রহমানের পুত্র লুৎফর রহমান মাসুদ (৫৭)তিন ফুঁট উচু দেয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় মুজিবুর রহমান কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন। যার নং ৫৫২। জিডি সুত্রে জানা যায়, জমি ক্রয় করার পর থেকেই মাসুদ ও রুমি দীর্ঘদিন যাবত মুজিবুর রহমানের কাছে চাঁদাদাবী করে আসছিলো। পাশাপাশি চাঁদা না দিলে জমি দখল করে নিবেন বলে হুমকি প্রদান। দেয়াল ভাঙ্গার সময় স্থানীয়রা নিষেধ করলেও কোনো কর্নপাত করেনি। ব্যবসায়ী কাজে বেশি সময় মুজিবুর রহমান ঢাকায় থাকেন বলে জানা গেছে। সেই সুযোগে সোমবার এক পাশের একটি দেয়াল ভেঙ্গে ফেলায় ওই চাঁদাবাজরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com