বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। বেসরকারি ফলাফল ঘোষণার পর আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল নগরের সব ভোটার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফলাফল চূড়ান্ত হওয়ার পর সোমবার সন্ধ্যায় তিনি নগরের সদর রোডে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘নগরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আমি নগরবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’
সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের সদর রোডে (সার্কিট হাউসের সামনে) নৌকার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে আবুল খায়ের আবদুল্লাহ লিখিত বক্তব্যে দেন। এ সময় তিনি বলেন, ‘বরিশালে বসবাসরত শান্তিপ্রিয় নগরবাসী। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটে আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমি এ জন্য প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বরিশালের সাধারণ নাগরিক, ভোটার ও আমার দলীয় নেতা-কর্মী যাঁরা নির্বাচনের এই প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’
আবুল খায়ের আবদুল্লাহর নির্বাচনী কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ১২৬ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৮৭ হাজার ৭৫২টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com