নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে বরিশাল নদীবন্দর। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা।
শনিবার মধ্যরাতে ধর্মঘট শুরু হওয়ার পর পরই পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।
রোববার সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে আসা লোকজন গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ মিলিয়ে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পণ্য পরিবহণও বন্ধ রয়েছে।
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সভাপতি মাস্টার একিন আলি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com