বিশেষ প্রতিনিধি: বরগুনার তালতলীতে নিজ জমির দোকানের জরাজীর্ণ বেড়া ও বারান্দার চাল পুনরায় সংস্কার করতে গিয়ে বাধা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দোকানের বারান্দা ভেঙে ফেলা হয়। এছাড়াও সংস্কারের যাবতীয় মালামাল লুটে নেয় রাসেল গং। এ সময়ে আলী হোসেনের ভাগীনা ওই দৃশ্য তার মোবাইলের ক্যামেরায় বন্দি করতে চাইলে তাকেও মারধর করে মোবাইল ভাঙচুর করা হয়।
জানা গেছে, আজ থেকে প্রায় ৪০ বছর ধরে নিজেদের জমিতে ভোগদখল ও দোকান পাট তুলে আসছেন স্থানীয় মৃত ফজলুল হক মুসল্লির ছেলে আলী হোসেন। নানা সময় বিভিন্ন সত্য মিাথ্যা ঘটনা কে কেন্দ্র করে ওই জমি দখল করার জন্য আলী হোসেন সহ বেশ কয়েকজনকে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রেখে জমি দখল চেষ্টা চালায় রাসেল মুসল্লী। এমনকি ভোগদখলীয় জমির দোকানপাট সংস্কারেও একাধিকবার বাধা প্রদান করে রাসেল গং।এনিয়ে পক্ষ বিপক্ষে একাধিক মামলা চলমান রয়েছে।
গতকাল বিকেলে আলি হোসেন তার ভাঙ্গা দোকানপাট ও বারান্দা সংস্কার করতে গেলে এ সময় রাসেল মুসল্লী লোকজন নিয়ে এসে আলী হোসেন কে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময়ে নগত টাকা ও আলি হোসেনের মোবাইল ফোন হাতিয় নেয়া হয়। তবে এ ঘটনাকে ধামাচাপা দিতে রাসেল মুসল্লী স্থান ত্যাগ করে সুস্থ থাকা সত্ত্বেও আমতলী সদর হাসপাতালে ভর্তি হয়। দৈনিক স্বাধীন বানীর এ প্রতিবেদকের গোপন ক্যামেরায় সে দৃশ্য ধরা পরে। অন্যদিকে আলী হোসেন তালতলীর একটি প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।
তালতলী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেকে্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com