বাংলাদেশে বছরে ই-বর্জ্য তৈরি হচ্ছে ২০ শতাংশ হারে। এশিয়ার অনেক দেশের চাইতে এ পরিমাণ বেশি। ২০৩৫ সালের মধ্যে দেশে ৪৬ লাখ ২০ হাজার টন ই-বর্জ্য তৈরি হবে। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
শনিবার (২৯ অক্টোবর) ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১-এর পর্যালোচনা এবং টেকসই বিজনেস মডেল শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান।
গবেষণা সংস্থা ভয়েসেস ফর ইন্টারেকটিভ চয়েস অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (ভয়েস) সিভিক সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা ই-বর্জ্য দূষণ থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য নিরাপদ করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ সংক্রান্ত্র ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ই-বর্জ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, যথার্থ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, আইনের দুর্বলতা দূর করা এবং ই-বর্জ্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুনর্ব্যবহারের আহ্বানও জানান বক্তারা। এ লক্ষ্যে সিটি করপোরেশনগুলোতে ই-বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের ব্যবহারের সঙ্গে সঙ্গে বর্জ্য উৎপাদনও বাড়ছে। সুতরাং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ সংক্রান্ত বিধিমালা দ্রুত প্রয়োগ করা আবশ্যক।
সভায় ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর পর্যালোচনা এবং করপোরেট বিজনেসের মডেলের ওপর একটি জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।
জরিপে দেখা যায়, দেশের বেশির ভাগ ইলেক্ট্রনিকস নির্মাতাদের নিজস্ব কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। তবে তারা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করলে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
সভায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাংলাদেশে প্রতি বছর ২০ শতাংশ হারে ই-বর্জ্য তৈরি হচ্ছে, যা এশিয়ার অনেক দেশের চেয়ে বেশি। ২০৩৫ সালের মধ্যে দেশে বছরে ৪৬ লাখ ২০ হাজার টন ই-বর্জ্য তৈরি হবে। বাংলাদেশে বছরে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের ইলেকট্রিক পণ্য বিক্রি হয়, যার ৪০ শতাংশই রেফ্রিজারেটর এবং ৩০ শতাংশ টেলিভিশন।
জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় ১১ সদস্যের ‘ই-বর্জ্য বিষয়ক জাতীয় প্রচারণা কমিটি’ গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনজিও, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারীনেত্রী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com