বিরল ভবঘুরে
জীবন ঠোঁটে তুলে
হেথায় ওথায় চড়ে সারাক্ষণ।
দুঃখটাকে ছুঁড়ে
ক্লান্তিটাকে ভুলে
তাদের পূর্ণ জীবন শূণ্য বটে রয়।
বিজলী রোদে পুড়ে
স্বপ্নের জাহাজ ভরে
সাগর নদী পেরোয় সেই নিডর।
ফিরে মুখোমুখি
দেখি সাংবাদিক ওরা একি !
নাম সেরাদের দিলাম দেশের প্রাণ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com