স্টাফ রিপোর্টার ।।
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ এবং দুর্যোগের ক্ষতিপূরণের দাবিতে বরিশালে জলবায়ু ধর্মঘট করেছে শিক্ষার্থীরা। বৈশ্বিক পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ এবং ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের’ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সুধীজনদের অংশগ্রহনে অনুষ্ঠিত সমাবেশে ‘উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস’ শ্লোগানে মুখরিত করে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সংগঠক সনৎ কৃষ্ণ ঢালী, আরিফুর রহমান শুভ, আসিফুর রহমান সাকি ও ওমর ফারুক প্রমুখ। সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com