ভোলা প্রতিনিধি:
বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ভোলার বিভিন্ন উপজেলায় দুধ খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে। বোরহান উপজেলা ও ভোলা সদর উপজেলার মোট ৪ টি স্পটে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের মাঝে দুধ খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচি উদযাপিত হয়েছে। দিনের শুরুতে বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মাদরাসাতুল তাকওয়া( নূরানী) এর ১৮০ জন ছেলে- মেয়েকে দুধ খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় তিনি বলেন, ” দেহ গঠন, মস্তিষ্কের নিউরন সেল তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শারীরিক শক্তি বৃদ্ধিতে সকল শিশুদের প্রত্যেক দিন দুধ খাওয়ানো প্রয়োজন। পরে সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর গ্রামের বাড়ি পূর্ব কোড়ালিয়ায় প্রতিষ্ঠিত”ফাতেমা খানম নুরানী হাফিজিয়া মাদ্রাসার ১২৭ জন বালককে দুধ খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। তিনি বলেন,”রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করা আবশ্যক”। এরপর বাংলাবাজার সরকারি ফাতেমা খানম শিশু পরিবার ( বালক) এর ৬০ জন ও ভোলা চরনোয়াবাদ এলাকার সরকারি শিশু পরিবার (বালক) এর শিশুদেরকে দুধ খাওয়ানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন,সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, ফাতেমা খানম শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মিরাজ আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com