দশমিনা(পটুয়াখালী)বিশেষ সংবাদদাতাঃ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র গছানী বাজারে রাতের আঁধারে একটি বড় মদিমনোহরি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ টাকা, মবিল,মোবাইলে রিসার্স কার্ড-এমবি কার্ড, তৈল ও বিভিন্ন কম্পানির বিস্কুটসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকা ও মাল নিয়ে যায়।
সিকদার স্টোর পরিচালক মোঃ ফোরকান সিকদার জানান, রোববার বাজার শেষে রাত সোয়া ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। মধ্যে রাতে পুর্ব পাশের বেরাকেটে কৌশলে দোকানে প্রবেশ করে চোরচক্র।
চোরচক্র ক্যাশের তালা ভেঙে নগদ টাকা, মোবাইলে রিসার্স কার্ড ও এমবি কার্ড আর র্যাকে থাকা মবিল, তৈল ও বিভিন্ন কম্পানির বিস্কুটসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকা ও মাল নিয়ে যায় চুরি করে । গতকার সোমবার ভোরে বাজারের অন্য এক দোকানী দেখতে পায় সিকদার স্টোরের দোকানের পুর্ব পার্শ্বেও টিন কাটা । ডাক চিৎকার দিলে বাজারের অন্য সব লোক এসে দেখে দোকান চুরি হয়েছে। পরে ফোরকান সিকদারের ছেলের মোবাইলে কল দিলে দোকানে এসে দেখে তার দোকান চুরি হয়েছে।
দশমিনা থানা ওসি এস এম জালাল উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com