দশমিনা (পটুয়াখালী) থেকেঃ
পটুয়াখালীর দশমিনায় ১০পিস ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মো. টিপু হাওলাদার(৩৫) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের গছানী গ্রামের মৃত্যু মোহাম্মদ হাওলাদারের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে গছানী-হাজীর হাট পাকা রাস্তার আবুল বসার সদ্দারের চায়ের দোকানের সামনে থেকে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানায়, ইয়াবা ব্যবসায়ী ইয়াবাগুলো এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে আসে।
দশমিনা থানা অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com