সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে উপকুলীয় উপজেলার সাধারন মানুষ যাহাতে দূর্যোগ কালীন সময় তাহাদের জান-মাল নিয়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে পারে সে লক্ষ্যে নির্মত উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নের “বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এবং বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী অজুফা খানম দাখিল মাদ্রাসা কাম সাইক্লোন সেল্টার ” এর উদ্বোধন করা হয়।
ভবন দুইটির উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষ্যে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মহিবুল আলম, মোঃ আলতাফ হোসেন মিয়া এবং বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক সঞ্জয় ব্যানার্জী, মোঃ কাজী আনিছুর রহমানসহ আরও অনেকে।
পরে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন র্যালী বের করে কাজীবাড়ির বটতলার প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় চত্ত¡রে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com