রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে হতদরিদ্র পরিবারের দিনমজুর হালিমের মেয়ে শারমিন আক্তারের (১৫) সম্প্রতি চিকিৎসায় মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে।
এখন উন্নত চিকিৎসার জন্য দরকার অধিক পরিমাণ অর্থ যা শারমিনের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তার পরিবারের পক্ষে দু’মুঠো ভাত খেয়ে পরিবার চালানোর পরে মেয়েকে এত ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব না বলে দাবী পরিবার ও স্বজনদের। এ অবস্থায় শারমিনের চিকিৎসা অনিশ্চিত হওয়ার পথে। শারমিন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। বাবা হালিম পেশায় একজন দিনমজুর, মা গৃহিনী। বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে বসবাস করে।
শারমিনের বাবা মেয়ের চিকিৎসার কথায় বলেন, “দিন আনি দিন খাই,কোনদিন কিছুই কামাই করতে পারিনা।এমন সময় আল্লাহ বিপদ দেছে, কেমনে যে অপারেশন করাইয়া মাইয়াডারে বাঁচামু?”
শারমিনের বাবা আরও বলেন, “যদি কেউ মোরে সাহায্য করতো তাইলে মোর ভালো হইতো, মাইয়াডার চিকিৎসা করাইতে পারতাম”
সহযোগিতা ও যোগাযোগে মুঠোফোন নাম্বার ০১৩১৯৮৯৩২৮৬ (শারমিনের চাচা)।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com