বাসস : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৪ লাখ ৫৫ হাজার ৩৫৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।যশোর কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ,মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলার মাঠে চলছে আমনের চারা রোপণের কাজ।এ বছর বৃষ্টিপাত দেরিতে হওয়ায় আমনের চারা রোপণের কাজ কিছুটা হলেও দেরিতে শেষ হবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে,যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ ৬ জেলায় এখন চলছে আমন ধান চাষের ভরা মৌসুম।জেলাওয়ারী আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে- যশোর জেলায় ১ লাখ ৩৮ হাজার ৯৪৭ হেক্টর জমিতে, ঝিনাইদহ জেলায় ১ লাখ ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় ৬১ হাজার ৪৭২ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় ৩৪ হাজার ৯২০ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ২৬ হাজার ৩৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।এসব জমিতে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের আমন ধান চাষ করবেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এখলাস উদ্দিন বলেন, আমন চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক সহজশর্তে চাষিদের লোন দিয়েছে।বিগত কয়েক বছর ধান ও চালের দাম বেশি থাকায় কৃৃষকরা প্রতি বছর আগ্রহ সহকারে আমন ধানের চাষ করছেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com