হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলায় একটি রাম ছাগলকে আটক রাখার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পুলিশ প্রশাসন। অবশেষে আটক ছাগলটিকে খোয়াড়ে রাখা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার (২ আগস্ট) বাহুবল সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক আহমেদের একটি রাম ছাগল বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলে। তখন ছাগলটিকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত ছাগলটি থানায় আটক ছিল। পরে শনিবার সরকারী ইজারাকৃত গবাদিপশু বন্দি কারখানা (খোয়াড়) এর মধ্যে দেওয়া হয়।
বিষয়টি জানার পর গতকাল শনিবার (৬ আগস্ট) বিকেলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্যের ছাগল থানার ভেতরের গাছ নষ্ট করায় আটক করা হয়। এ ঘটনায় সংসদ সদস্যসহ আরও কয়েকজন ছাগলটি ছেড়ে দেওয়ার জন্য আমাকে ফোনে অনুরোধ করেছেন। তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। কিন্তু আমরা ছাগলটিকে পার্শ্ববর্তী খোয়াড়ে জমা দিয়েছি।
এ বিষয়ে রামছাগলের মালিক ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, আমার ১০ বছরের নাতি নাহিদ ওই ছাগলের জন্য কান্না করছিল। এজন্য ছাড়ানোর জন্য ঘুরেছি। পুলিশ বলেছিল, ছাগল খোয়াড়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু কোন খোয়াড়ে জমা আছে তার সন্ধান আমি পাচ্ছিলাম না।
বিষয়টি হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাগল ছাড়ার জন্য নয়, বিষয়টি দেখার জন্য ওসিকে ফোন দিয়ে বলেছিলাম।
এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, সরকারি গাছ খেয়ে ফেলার কারণে ছাগলটিকে খোয়াড়ে দেওয়া হয়েছে।
সুত্র :আরটিভি
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com