তুমি কি গাঢ় মেঘ নাকি
স্নিগ্ধ এক পশলা বৃষ্টি?
তুমি কি উজ্জ্বল রোদ নাকি
অন্ধকার রাতের প্রতিচ্ছায়া?
মোহনীয়তা কি তা জানিনা!
জানি! তুমি তো চিরন্তন সত্ত্বা!
এক আশ্চর্য অনুভূতিতে,
ভর করেছো আমার আবেগে!
আমি যে কতো হোঁচট খেয়েছি
তা এই পৃথিবীও জানেনা!
তোমায় নিয়ে আমার
গান গাওয়ার সময় এসেছে
কিন্তু জানিনা কেমনভাবে হয়
গানের সুর তাল অথবা লয়!
তথাপি গানে গানে আমি
মেঘের ভেলা হয়ে তোমাকে
আরোহণ করি হৃদয়ে, এবং
বৃষ্টির ধারা সন্ধান করতে থাকি
এক নিরন্তর বৃষ্টি স্নানের অভিপ্রায়ে!
আমার হাতগুলি তোমায় পাবার জন্য
আকুল আকাঙ্ক্ষায় ব্যাকুল থাকে!
তোমাকে আলিঙ্গন করলেই
একটা বিরল অনুভব জাগে,
যেনো ফুলের পাপড়িগুলি কোনো
নিবিড় আল্হাদে কল্পনার মতো
ভেঙে পড়ছে আমার বাহুতে!
তুমি আছো বলেই আমার জীবন
একটি বিস্ময়কর অনুভূতিতে পূর্ণ!
যে অনুভবের সৌন্দর্য বর্ণনাতীত।।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com