রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ এক বুক ফাটা আর্তনাদ। সাদিয়া বেগমের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বরগুনা জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজারে গতকাল সোমবার রাতে আগুন লাগে সাদিয়া দোকানে। আগুন লাগার খবর শুনে বাজারে চলে যান সে। গিয়ে দেখেন চোখের সামনেই তার তীলে তীলে গড়া স্বপ্ন পুড়ছে। ছোট্ট একটা দোকানে মুদি মনোহরির ব্যবসা করেন সাদিয়া। ৫ সন্তান নিয়ে সামান্য একটি আয় এর উপর নির্ভর করে কোন রকম জীবন চালিয়ে যাচ্ছিল সাদিয়া। কিন্তু আগুন লেগে এখন পথেই বসে গিয়েছে সে কিছুদিন আগে এনজিওর মাধ্যমে ঋণ নিয়ে দোকানে ঈদের জন্য মালামাল কিনেন সাদিয়া। তার ভিতরে সকল আশা শেষ তার। শুধু সাদিয়া নয়, পঙ্গু দোকান মালিক সালাম তালুকদার তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেচছে।
স্বপ্নের দোকানটির সঙ্গে পুঁজি এবং উপার্জনের একমাত্র অবলম্বন চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। চিৎকার করে কান্না ছাড়া আর কিছুই করতে পারলেননা সাদিয়া বেগম । এভাবেই কান্নাজড়িত কণ্ঠে নিজের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা বলছিলেন ছাদিয়া ।
তিনি গনমাধ্যমকে বলেন, বাবার শেষ সম্বল বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছিলেন । গতকাল রাতে এলাকার আগুন লেগেছে শুনে ছুটে গিয়ে দেখে চোখের সামনে তার উপার্জনের স্বপ্ন পুড়ছে। সব মিলে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হবে বলে ধারণা তার। যার মধ্য থেকে একটা সুতো বের করতে পারেনি।
সারা জীবনের পুঁজি আর জীবনধারণের একমাত্র অবলম্বন ছিল এই ব্যবসা প্রতিষ্ঠান । পুড়ে গেছে দোকান, ৫ সন্তান নিয়ে আগুনে নিঃস্ব হয়ে পড়ছেন সাদিয়া বেগম।
এ বিষয়ে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার বলেন, সকালে অসহায় সাদিয়া বেগমের কাছে যাই ৷ ৫ সন্তান নিয়ে অনেক অসহায় হয়ে পরেছে সে৷ আসা করি বিত্তবানরা এগিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com