নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর লুতফুর রহমান সড়কে অবস্থিত এশিয়ান ডেন্টাল কেয়ারের চিকিৎসার নামে প্রতারণার নিউজ প্রকাশ করায় সাংবাদিক সৈয়দ নাঈম কে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বরিশাল ছাড়া করিবে এবং মিথ্যা মামলা করার কথা বলেন, সদ্য চেম্বার পরিচালক সোহানুর রহমান সোহাগের খালাতো ভাই পরিচয় দিয়ে ১২ সেপ্টেম্বর সোমবার রাতে আলামীন নামে এক ব্যক্তি। এবিষয় নিয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার একটি অভিযোগ দাখিল করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বরিশাল নগরীর নথুল্লাবাদ লুতফুর রহমান সড়কে দীর্ঘদিন যাবত প্রতারণার আশ্রয়ে চেম্বার পরিচালনা করে আসছেন সোহানুর রহমান সোহাগ। সরজমিন পর্যবেক্ষণ করে জানা যায়, ডিপ্লোমা ইন ডেন্টাল মেডিকেল টেকনোলজিস্ট কোর্স করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীনে বিএসসি ইন ডেন্টাল কোর্সে অধ্যায়নরত অবস্থায় থেকে বিএসসি ইন ডেন্টাল সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন যাবত রোগীদের সাথে প্রতারনা করে ডেন্টাল চেম্বার পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সোহানুর রহমান সোহাগ। অভিযুক্ত সোহানুর রহমান সোহাগ ৩১ আগষ্ট বুধবার বিষয়টি শিকার করে শীগ্রই সাইনবোর্ট সংশোধন করার কথা বলেও সংশোধিত না করে চেম্বার পরিচালনা করে আসছেন।
বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস বলেন, সে এ নামে চেম্বার পরিচালনা করতে পারেনা, যদি বড়জোর পারে সে ওখানে অধ্যায়নত সেটা উল্লেখ করতে হবে। আসলে বাংলাদেশে এদের সংখ্যা অনেক আছে, আমরা সুনির্দিষ্ট অভিযোগ না পেলে ব্যবস্থা নিতে পারিনা। তবে আমরা এধরণের প্রতারণার অভিযোগ পেলে পদক্ষেপ নিতে পারি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com