অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই নারীর নাম হেনা বেগম (৪৫)। তিনি রাজধানীর শ্যামপুর পালপাড়া এলাকার বাসিন্দা। হেনা এক ছেলে ও এক মেয়ের জননী।
হেনার ভাই সুমন বলেন, বেশ কয়েক দিন ধরে হেনা জ্বরে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতের স্বজনেরা রাতেই লাশ নিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com