নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অসংখ্য তরুণের জন্য কাজের সুযোগ সৃষ্টি করেছেন এই তরুণ। তার দেখাদেখি আরও অনেক তরুণ এ পেশায় আগ্রহী হচ্ছেন। তার ‘অল টাইম সলিউশন’ প্রতিষ্ঠানটি মূলত ফেসবুকের জন্য কনটেন্ট তৈরির কাজ করছে। এছাড়া বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে কন্টেন্ট প্রজেকশন ও ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন তারা।
ডিজিটাল মার্কেটিংকে একটি সম্ভাবনা ক্ষেত্রে বলে মনে করেন রনি। তিনি বলেন, প্রথাগত চাকরির বাজারে ছুটতে ছুটতে জীবনের অর্ধেক সময়টাই পার হয়ে যায় এ দেশের শিক্ষার্থীদের। তাই বর্তমান সময়ে তাল মিলাতে চাইলে প্রথাগত চিন্তাভাবনা ছেড়ে ভাবতে হবে নতুন কিছু। এই দিক থেকে ডিজিটাল মার্কেটিং একটি সম্ভাবনাময় পেশা। দিন দিন এর গুরুত্ব বাড়ছে।
তিনি বলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে দক্ষতা বাড়াতে হবে। কী ধরনের কনটেন্ট পছন্দ করছে মানুষ, সেদিকে খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় রনির রয়েছে ১ লাখ ৩৫ হাজার ফলোয়ার। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তরুণদের ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে নানা পরামর্শ দিয়ে থাকেন তিনি।