নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯’।
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপোর এ আয়োজনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিএসসি বিভাগের পাঁচটি প্রজেক্ট মেইড ইন বাংলাদেশ শিরোনামে উপস্থাপিত হয়েছে।
এক্সপোতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বরিশালের কাউনিয়ার মোঃ হারুন-অর-রশিদ এর পুত্র ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাব্বির আহমেদ অন্তর এর উদ্ভাবনকৃত ডিভাইস। ভিহকল ফুয়েল মনিটরিং সিস্টেম নামের এই ডিভাইসটি দেখতে ব্যাপক ভীড় জমে। এই ডিভাইস উদ্ভাবনের আরেক সহযোগী রাজশাহীর মেধাবী শিক্ষার্থী রাশেদা খাতুন।
এসব প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র লেকচারার আহসান উল্লাহ এবং বিভাগের শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com