অনলাইন ডেস্কঃ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। যমুনা নিউজকে সংবাদটি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই চিকিৎসক।তিনি জানান, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আমার শরীর ভালো আছে। ভালো হয়েছে যে দ্রুত শনাক্ত হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য সম্প্রতি ‘জিআর র্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করেছ গণস্বাস্থ্যের গবেষকরা। এই পদ্ধতিতে রক্তের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে করোনা শনাক্ত হবে বলে দাবি উদ্ভাবকদের। এটি এখনও অনুমতির অপেক্ষায় আছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com