ডেস্ক রিপোর্ট : দক্ষিণ অঞ্চলের আধুনিক চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী..রাজিউন)
তার এ মৃত্যুতে এক শোকবার্তায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এফএফএল বিডি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নোমানী এবং এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন সভাপতি এসএম শিবলু সাদেক সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। ডাঃ আনোয়ার হোসেন জীবনের সব সঞ্চয় দিয়ে বরিশালের মানুষের চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেন রাহাত আনোয়ার হাসপাতাল, যা বরিশালে সব চেয়ে বড় এবং আধুনিক হাসপাতাল হিসাবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com