ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নতুন কয়েকটি ফিচার এসেছে। মিডিয়া ফাইল হাইড, পরিচিত ব্যবহারকারীদের জন্য আলাদা প্রোফাইল পিকচারসহ রয়েছে চমকপ্রদ সব ফিচার। তাহলে চলুন দেখে নেই এক নজরে-
হিডেন মিডিয়া : হিডেন মিডিয়া ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন ছবি ও ভিডিওগুলো অস্পষ্ট করা যাবে। এছাড়া ভাঙ্গা বানানও ঠিক করা যাবে। এটি ব্যবহার করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে।
জিরো স্টোরেজ : টেলিগ্রামের নতুন ফিচারের ফলে ডিভাইসের কোনো জায়গা নষ্ট হবে না। অর্থাৎ টেলিগ্রামে আদান প্রদান করা কোনো মিডিয়া ফাইল ডিভাইসের স্টোরে থাকবে না। ফলে যখন দরকার ডাউনলোড করে নিতে পারবেন।
ড্রয়িং টুলস : টেলিগ্রামের ড্রয়িং টুলস আরও আপডেট করা হয়েছে। ফলে এখন থেকে আরও নির্ভুল উপায় রং বাছাই করে অঙ্কন করা যাবে।
প্রোফাইল পিকচার : প্রোফাইল পিকচার অপশনটি হলো আপনি চাইলে আপনার পরিচিত ব্যক্তিদের আলাদা প্রোফাইল ছবি ব্যবহার করতে পারবেন।
গ্রুপ সদস্যদের লুকিয়ে রাখা : গ্রুপের সদস্যদের লুকিয়া বা হাইড করা যাবে। যেসব গ্রুপের সদস্য সংখ্যা ১০০ এর বেশি, সেসব গ্রুপে এই সুবিধা পাওয়া যাবে।
অ্যানিমেটেড ইমোজি : টেলিগ্রাম সর্বশেষ নতুন ১০টি ইমোজি প্যাক যুক্ত করেছে। তবে এগুলো শুধুমাত্র টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com