এনামুল কবির পলাশ, নিজস্ব প্রতিনিধি :
বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকূল স্কুল সংলগ্ন আউয়াল বেপারির স্ত্রী ডালিয়া বেগম (৩৫) দীর্ঘদিন যাবত পেটে টিউমার ও পায়ের রগ শুখিয়ে যাওয়া রোগ ধরা পড়ে। টাকার অভাবে চিকিৎসা নিতে পরাছে না অসহায় ডালিয়া বেগম। সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যে চেয়ে গত ২১/০৫/২০২১ইং তারিখ সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওন একটি সংবাদ প্রকাশ করে। এবং অনেকেই এ সংবাদটি শেয়ার করে, বিভিন্ন গ্রুপেও পোষ্ট করা হয় যেখানে রয়েছে হাজার হাজার সদস্য। যারা ১ টাকা করে দিলেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৪০ হাজার টাকা কোন বেপার ছিল না। কিন্তু আফসোস এর বিষয় হলো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেন নি। ফলে ৪০ হাজার টাকার জন্য টিউমারের চিকিৎসা করা সম্ভব হয় নি।
গতকাল সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওনের কাছে ডালিয়া জানান, "আমার ঐ টিউমার টা থেকে এখন ক্যান্সার হয়ে গেছে, বাবো ৪০ হাজার টাকার জন্য টিউমার অপারেশন করতে পারিনি, এখন তো ক্যান্সার এর থেকে বাঁচা সম্ভব না, কেঁদে কেঁদে বলেন কত মানুষের অনেক টাকা আছে কিন্তু মানুষ মানুষকে সাহায্য করতে ভয় পায় কিন্তু মৃত্যুকে ভয় পায় না।
সত্যি আজ মানবতা কোথায়। ফেসবুকে বিভিন্ন গ্রুপে মানবসেবার ব্যানার বা প্রচার দেখা যায়। যারা শুধু রোজায় ইফতারি ও বিশেষ কিছু সময়ে সাহয্য করে ভাইরাল হতে চায়। তাহলে মানবিকতা কোথায়? মানুষ মানুষের জন্য কথাটি কি তাহলে মিথ্যা। এ সব কারনে প্রশ্ন বিদ্ধ সমাজ। কথায় আছে সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড় তাই আসুন মানব সেবায় এগিয়ে আসি আর কোন ডালিয়ার স্বল্প চিকিৎসার অভাবে ক্যান্সার পর্যন্ত না পৌছায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com