পাথরঘাটা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় টর্নেডোর আঘাতে দুইটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে এসময় ওই এলাকার আরও ১৫ টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে।নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন আজ বুধবার বেলা এগারোটার দিকে টর্নেডোর আঘাতে জ্ঞানপাড়া গ্রামের জাকির শরীফ ও রানী বেগমের দুটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায় এসময় ওই একই গ্রামের আরো ১৫ টি ঘর টর্নেডোর আঘাতে আংশিক বিধ্বস্ত হয় খবর পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও হুমায়ুন কবির ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্থদের শুকনো খাবারসহ চাল-ডালের ব্যবস্থা করা হয়েছে।এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ক্ষতিগ্রস্থদের নগদ টাকাসহ ঢেউটিন দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com