সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের সহায়তা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিকেলে ট্রলারের তলা ফেটে তুলাতলী পয়েন্টে ১১ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই, সবাই জীবিত উদ্ধার হয়েছেন।
দুর্ঘটনা কবলিত ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দৌলতখানের বাহার মাঝির একটি ট্রলার মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। তবে এ দুর্ঘটনা কোনো হতাহত নেই। ট্রলারে কিছু জাল নস্ট হয়েছে। এছাড়া ঝড়ে ইলিশা ফেরিঘাট এলাকায় ৩ থেকে ৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com