নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর জেলার নাজিরপুরের গাওখালী বাজার থেকে মনোহরপুর বাজার পর্যন্ত সড়কের ঢালির খালের উপর নির্মিত বক্স কার্লভাটের মুখের মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। কার্লভাটের এ বেহাল দশায় মানুষের যাতায়াতের মাধ্যম মোটরসাইকেল, ভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের গাওখালি বাজার থেকে ত্রি-গ্রাম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৭ কি. মি. রাস্তাটি কোথাও ইটের সলিং আবার কোথাও মাটির। জনবহুল এ রাস্তা দিয়ে প্রতিদিন চার গ্রামের মানুষসহ স্কুল মাদরাসার কয়েক শত কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটির পাশ দিয়ে গড়ে উঠেছে ৬০টি পরিবারের একটি আবাসন প্রকল্প, যার কাজ চলমান। এলাকাবাসী অতি দ্রুত রাস্তাসহ কার্লভাট সংস্কারের দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কার্লভাট সংস্কারের বিষয়ে ইউনিয়ন পরিষদকে অবগত করা হয়েছে।
দেউলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম বাবুল জানান, ঝুঁকিপূর্ণ কার্লভাটির কাজ এলজিইডির আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। গাওখালি বাজার সংলগ্ন কার্লভাটি খুবই জন গুরুত্বপূর্ণ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, দেড় কি. মি. রাস্তা ও কালর্ভাটির টেন্ডার একই সঙ্গে হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার কাজ শুরু করবেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com