আব্দুলাহ বাশারঃ
ঝিনাইদহে ২৩৯ জন কৃষাণ-কৃষাণী, গৃহবধু ও নারীদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালি পার্ক মিলনায়তনে সিও সংস্থার পরিচালনায় এ ঋণ বিতরণ করে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
ঋণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, গুলশান শাখার ব্যবস্থাপক হাসিবুল আসাদ, জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্বল্প সুদে জেলার বিভিন্ন এলাকার ২৩৯ জনের মাঝে প্রকাশ্যে ৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে সুবিধাভোগীরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com