স্টাফ রিপোর্টার : করোনা মহামারীর এই সংকটে অসুস্হ তবলা শিল্পীর পাশে দাড়ালেন
ঝালকাঠি সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি হিসেবে কর্মরত এম. এম. মাহমুদ হাসান।
নিজের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা করেন তবলা শিল্পী খোকন দাসের পাশে।
এম এম মাহমুদ হাসান তিনি যেমন একজন দক্ষ পুলিশ কর্মকর্তা এবং মনে প্রানে একজন শিল্পী এবং শিল্পী বান্ধব। ঝালকাঠির সাংস্কৃতিক অংগনের পরিচিত মুখ,তবলা শিল্পী খোকন দাস বেশ কিছুদিন থেকে স্ট্রোক করে অসুস্হ হয়ে বাসায় আছেন। ছিলো ঝালকাঠি পৌরসভার সামান্য চাকরি, সেখান থেকে তাকে বিনা অপরাধে ছাটাই করা হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে অনেক অবদান খোকন দাসের। এমন অসহায়ত্বের কথা শুনে খোকন দাসের পাশে সাহায্যের হাত বাড়ালেন জনতার প্রিয় মানুষ অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান।খাদ্য সহায়তা পেয়ে খোকন দাস ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুধু খোকন দাসই নয় ,তার মত অসংখ্য দুঃস্থ্য অসহায়দের আড়ালে আবডালে নিরবে নিজ বেতনের টাকা ও বন্ধুদের সহযোগীতায় সহায়তা দিয়ে যাচ্ছেন এম এম মাহমুদ হাসান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com