ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি- যুবক নেশাগ্রস্ত ছিল, সে আত্মহত্যা করেছে। তবে এই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই নিহতের পরিবারের।
নিহত রাজেস রায় (২২) পূর্ব চাদকাঠির অমল রায়ের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাজেস রায় তার বাবা অমল রায়কে দা নিয়ে ধাওয়া দেয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এসে রাজেসকে আটক করে থানায় নেয়। তাকে নারী শিশু হেল্প ডেস্কে রুমে রাখা হয়।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মঈনুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে।
বিকেল ৫টায় নারী শিশু হেল্প ডেস্কে রুমে রাজেস নিজের পরিহিত লুঙ্গি ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা এ অবস্থা দেখে রাজেসকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার পরিবারের এ নিয়ে কোনো অভিযোগ নেই। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝালকাঠি সদর থানায় আবাাসিক চিকিৎসক ডা. টিএম মাহদি হাসান হাসান সানি জানান, হাসপাতালে আনার পর রাসেজকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com