শরিফ ইসলাম, জেলা ব্যুরো প্রধান যশোর : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদের যশোরে ৯ সংগঠনের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বেলা ১২ টায় শহরের চারখাম্বার মোড়ে। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক কমরেড জাহাঙ্গীর ফিরোজ এবং বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সংগঠক কমরেড খবির শিকদার।সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম জাহিদ,
সারাদেশের জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে ৯ সংগঠন নয়া গণতান্ত্রিক গণমোর্চা ওজাতীয় মুক্তি কাউন্সিল যশোর জেলা শাখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নেতা আবদুল আলিম, রবিউল ইসলাম রবি, হাসান মাহমুদ, জামসেদ আলী মোড়ল, আছসার হোসেন , পরিতোষ ঠাকুর, , কবির শিকদার, ইলিয়াস হোসেন কাঞ্চন, , মোহাম্মদ আলফু শিকদার , সুমির দাস, শামিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ ভয়াবহ মাত্রায় বিকাশ লাভ করেছে। অন্যদিকে মার্কিন-চীন দ্বন্দ্বে কৌশলগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসিনা সরকার দুই পক্ষকে ম্যানেজ করার নীতি নিয়েছে। বাস্তবে তার গলার ফাঁস ধীরে ধীরে এঁটে যাচ্ছে। এজন্যই, যে ফ্যাসিবাদ আজ জনগণের মাঝে উন্মোচিত তা ঢাকার জন্য সাম্প্রদায়িক সংকট তৈরির অপচেষ্টা করছে গণবিরোধী সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ডিজেল-কেরোসিনসহ সকল পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জীবনে নাভিশ্বাস উঠছে। তারা অবিলম্বে ডিজেল- কেরোসিনসহ সকল পণ্যের মূল্য কমানোর জোর দাবি জানায় সেই সাথে চললান দাবিতে ঢাকাতে সকল ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা পত্যাহার করার জোর দাবি জানায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com