আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্য দিবালোকে দুই জনকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া চাঞ্চল্যকর এই মামলায় ২ জনকে তিন বছর এবং ৯ জনকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন । আজ (২৮) জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন।
রায়ের কপি সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে জেলার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে ২০০৯ সালের ১৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে কফিল উদ্দিন ও আজিম মুন্সী নামের দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় মামলা করেন। সেই মামলার শুনানী শেষে আদালত ২০ আসামীর মধ্যে কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ এবং বাচ্চুকে যাবজ্জীবন, বাকি ২ জনকে ৩ তিন বছর এবং ৯ জনকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
মামলার বাকি ৫ আসামীকে খালাস দেওয়া হয়েছে। সাজা প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com