আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে বৃহস্পতিবার রাতে নান্নু বয়াতি নামে এক জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি রাতেই ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী এলাকার জেলে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীতে বড়শি পেতে মাছের জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে তিনি বুঝতে পারেন তার বড়শিতে বড় একটি মাছ ধরা পড়েছে।
অনেক কষ্টে মাছটি তিনি নৌকায় তোলেন। দেখেন বিশাল একটি পাঙ্গাশ। পরে রাত ৯টার দিকে তিনি মাছটি নিয়ে আমতলী পৌর শহরের মাছ বাজারে নাহিদ মৎস্য আড়তে যান। তখন খুচরা মাছ বিক্রেতা আ. জব্বার চৌকিদার সাড়ে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করে ফরিদপুরের এক ব্যবসায়ীর নিকট ১৫ হাজার টাকায় বিক্রি করেন। জেলে নান্নু বয়াতি জানান, বরশিতে ১৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছ পেয়ে তিনি অনেক খুশি। নাহিদ মৎস্য আড়তের মালিক ফোরকান চৌকিদার জানান, পায়রা (বুড়িশ্বর) নদীর এতবড় পাঙ্গাশ মাছ গত ২/১ বছরের মধ্যে আমার আড়তে আসেনি।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, সাগর এবং নদীতে বিভিন্ন সময়ে মাছ ধরা জন্য নিষেধাজ্ঞা থাকায় এখন নদ-নদীতে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ অবাধ চলাচলের সুযোগ পেয়ে দ্রুত মাছগুলো বৃদ্ধি পাচ্ছে। এজন্য জেলেরা এখন নদ-নদীতে বড় বড় সাইজের মাছ পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com