স্টাফ রিপোর্টারঃ বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১১ টায় বিএম কলেজের বাংলা বিভাগের আয়োজনে জীবনানন্দ দাশের কবিতা উপকরন ও অলঙ্করণ শৈলী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিএম কলেজে অধ্যক্ষ প্রফেসর মো: শফিকুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: আল আমিন সরোয়ার।
প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব দেবাশীষ হালদার। আলোচক হিসেবে ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুসরত জাহান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বিএম কলেজ শিক্ষক ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব এছাড়া বিভিন্ন বিএম কলেজের বিভাগের বিভাগীয় প্রধান গন, ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জীবনানন্দ দাসের জীবন ও কর্ম সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন করেন বাংলা বিভাগের প্রভাষক তানভীর আহমেদ সিদ্দিকী,অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম। সেমিনারের পরে বাংলা বিভাগের শিক্ষার্থীগন জীবনানন্দ রচিত কবিতা আবৃত্তি করে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com