রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রী নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ঋণ পরিশোধের অভিযোগে মামলায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ওই নারীকে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন জানালে পরবর্তী শুনানি পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি রেখে আদালত তাঁকে কারাগারে পাঠান। উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণা বাদী হয়ে বিউটির বিরুদ্ধে মামলাটি করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সুবর্ণার কাছ থেকে প্রায় পাঁচ মাস আগে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি ১৭ হাজার টাকা ঋণ নেন। ১৫ দিন আগে বিউটি ওই টাকা পরিশোধ করেন। সঙ্গে আরও ৭ হাজার পুরোনো টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেন সুবর্ণাকে।
গত সোমবার ওই টাকার বান্ডিল থেকে সুবর্ণা একটি ৫০০ টাকার নোট নিয়ে স্থানীয় দোকানে যান। এ সময় দোকানি সুবর্ণাকে জানান, তার টাকার নোটটি জাল। এরপর বিউটির দেওয়া বাকি টাকা যাচাই করে সেগুলো জাল বলে সন্দেহ করেন সুবর্ণা। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান তিনি।
জিজ্ঞাসাবাদে বিউটি জানান, টাকাগুলো তিনি পাশের কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলে পেয়েছেন। যোগাযোগ করা হলে এনজিওটির কাউখালী শাখার ব্যবস্থাপক জুয়েল তালুকদার বলেন, তাঁরা নগদে নয়, ব্যাংক চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তাফা বলেন, জালসদৃশ টাকার নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে তাঁর রিমান্ড চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com