শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে বিয়ের দেড় মাস পর জামাতার হাত ধরে শাশুড়ি (৩৮) উধাও হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিষয়টি বুধবার সকালে এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জামাতা সুলতান খাঁ (২৫) উপজেলার রাউতারা গ্রামের মন্টু খাঁর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সুলতান খাঁ গত দেড় মাস আগে দশম শ্রেণির ছাত্রীকে (১৮) সামাজিকভাবে বিয়ে করেন। এর দেড় মাস পর গত শনিবার সন্ধ্যায় জামাতার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান শাশুড়ি। স্বামী, মেয়ে ও ১৫ বছরের এক ছেলে রয়েছে ওই গৃহবধূর।
এ বিষয়ে এলাকাবাসী জানান, বিয়ের আগে সুলতানের সঙ্গে শাশুড়ির পরকীয়া ছিল। দেড় মাস আগে সুলতান ও শাশুড়িকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় এলাকাবাসী আটক করেন। এরপর এ ঘটনা ধামাচাপা দিতে সুলতানের সঙ্গে মেয়ের বিয়ে দেন।
এ বিষয়ে জানতে এদিন দুপুরে তাদের (শাশুড়ি) বাড়িতে স্থানীয় সাংবাদিকরা গেলে বাড়ির লোকজন এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বাড়িতে ছিলাম না। এ দিন সকালে এসে বিষয়টি জানতে পারলাম। ঘটনাটি সত্যি ন্যক্কারজনক।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com