ভোলা প্রতিনিধি:
‘পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি গ্রহণে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে, তা দূর করতে এই উদ্যোগ। আমরা মনে করি নেতিবাচক মনোভাব দূর করে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’ জন্মনিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ভোলার সদর উপজেলায় অবহিতকরণ কর্মশালা হয়েছে। এতে অংশ নেন অন্তত ৪০ জন আলেম।
উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বেলা ১১টায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। সদর উপজেলার মেডিক্যাল অফিসার আফরোজা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহমুদুল হক আযাদ, জেলা পরিবার পরিকল্পনা কনসালটেন্ট লুৎফুর রহমান সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পারভিন বেগম, বকুলতলা জামে মসজিদের ইমাম বেলায়েত হোসেনসহ আরও অনেকে।
মাহমুদুল হক বলেন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৮০ জন আলেমকে নিয়ে এরই মধ্যে অবহিতকরণ কর্মশালা হয়েছে। পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি গ্রহণে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে, তা দূর করতে এই উদ্যোগ। আমরা মনে করি নেতিবাচক মনোভাব দূর করে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com