ভালাবাসার দিন আজ। বিশ্ববাসা দিবস উদযাপন নিয়ে নানা জনের নানা মত থাকতে পারে। তবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বললেন, ঘটা করে একটা দিন ভালোবাসা উদযাপন করাটা দারুণ লাগে তার কাছে। এই ভালোবাসা নিয়ে দারুণ এক স্মৃতি রয়েছে বাংলা চলচ্চিত্রের এই নায়িকার। তার কথায়...
অভিনয় করতে গিয়ে উপলব্ধি করেছি, ভালোবাসার প্রকাশ একেক জনের কাছে একেক রকম। তবে অনুভূতির জায়গা সবারই এক, এর সঙ্গে অমিল খুঁজে পাওয়া কঠিন। হয়তো নিজের নয়, অন্য কারও ভালোবাসার কথা আমরা নানাভাবে তুলে ধরি।
ভালোবাসার প্রিয়জনের জন্য হৃদয় কাঁপে কখনও, আবার রক্তক্ষরণ হয়। আমার স্কুলজীবনের এক বান্ধবী প্রেমে পড়ে এক ছেলের। সে কোচিং সেন্টারের সিঁড়িতে প্রতিদিনই দাঁড়িয়ে থাকত। তার চোখেমুখে ছিল মুগ্ধতা। শুরুতে অপলক তাকিয়ে থাকার মধ্যেই সবকিছু সীমাবদ্ধ ছিল। কিছুদিন পর সে চিঠি দেওয়া শুরু করল। চিঠি নিতে না চাইলে সিঁড়ি থেকে সে একচুলও নড়ত না।
কী আর করা, বাধ্য হয়ে বান্ধবী তার চিঠি নিত। একদিন অন্যরকম এক চিঠি দিল। সে চিঠি ছিল রক্ত দিয়ে লেখা! এটা দেখে চমকে যায় আমার বান্ধবী।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com